Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে কার্ভাডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম

টঙ্গীতে কার্ভাডভ্যানের ধাক্কায় পথচারী নিহত

গাজীপুরের টঙ্গীতে কার্ভাডভ্যানের ধাক্কায় শওকত আলী (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আমতলী কেরানিরটেক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের জাভান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত আলী টঙ্গী পূর্ব থানার আমতলি কেরানিরটেক এলাকার মৃত জামির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে শওকত আলী ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি কার্ভাডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম