Logo
Logo
×

সারাদেশ

ইউপি চেয়ারম্যানের অবৈধ সম্পদ তদন্তে দুদক

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

ইউপি চেয়ারম্যানের অবৈধ সম্পদ তদন্তে দুদক

মাদারীপুর পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লার আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে দেওয়া হয়েছে চিঠি। মাদারীপুর দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিটি গত ২৬ ফেব্রুয়ারি দেওয়া হয়। আগামী ৫ মার্চ চেয়ারম্যানকে দুদক অফিসে হাজির হতে বলা হয়েছে।

চেয়ারম্যান শাজাহান মোল্লা পাইকপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি রাজৈর উপজেলার একজন প্রভাবশালী চেয়ারম্যান হিসেবে পরিচিত। সাবেক সংসদ সদস্য শাজাহান খানের আস্থাভাজন হিসেবেও পরিচিত তিনি।

শাজাহান মোল্লার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদে সেবা গ্রহণকারীদের কাজ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়, সরকারি বিভিন্ন প্রজেক্টে সুবিধাভোগীদের কাজ থেকে অর্থ নেওয়া এবং সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সচিব অসীম কুমার হালদার বলেন, ‘চেয়ারম্যান শাজাহানকে হাজির হতে দুদক চিঠি দিয়েছে। আমরা চিঠি পেয়েছি। চিঠিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। তিনি যাবেন কি না তা তিনিই বলতে পারেন।’

এ ব্যাপারে চেয়ারম্যানের মোবাইল ফোনে কল দেওয়া হলে কেউ একজন ফোন ধরে জানান তিনি বাড়িতে নেই। দুদকের চিঠির বিষয়ে তারা কিছু জানেন না।

মাদারীপুর দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ পেয়েই আমরা অনুসন্ধান শুরু করেছি। এরই মধ্যে অভিযুক্ত চেয়ারম্যানকে দুদক কার্যালয়ে হাজির হয়ে তার বক্তব্য দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম