Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় ঝটিকা শাহিন গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় ঝটিকা শাহিন গ্রেফতার

বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহণ ব্যবসায়ী শাহিনুর রহমান শাহিন (৫২) ওরফে ঝটিকা শাহিন ধরা পড়েছেন। ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে শহরের বাদুড়তলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার বিকালে ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, শাহিনুর রহমান শাহিন ওরফে ঝটিকা শাহিন বগুড়া শহরের উত্তর কাটনারপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। তিনি জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঝটিকা নামে তার পরিবহণ ব্যবসা রয়েছে।

শাহিনের বিরুদ্ধে সদর থানায় গত ২০১৮ সালে দুটি নারী ও শিশু নির্যাতন দমন এবং ২০১০ সালে অন্যান্য ধারায় মোট তিনটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর সদর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে শাহিনের নাম পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল গোপনে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাদুড়তলা এলাকা থেকে গ্রেফতার করে।

বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শাহিনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম