Logo
Logo
×

সারাদেশ

সাবেক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীকে অপহরণ ও লুটের অভিযোগ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম

সাবেক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীকে অপহরণ ও লুটের অভিযোগ

যুবদল নেতা পারভেজ (বামে) ও কাতার প্রবাসী শামসুল হুদা রাকিব

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদলের সাবেক এক নেতার বিরুদ্ধে শামসুল হুদা রাকিব (৩৪) নামে এক কাতার প্রবাসীকে অপহরণ করে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

খবর পেয়ে যৌথবাহিনী প্রায় এক ঘণ্টা পর অপহৃত প্রবাসীকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।   

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী প্রবাসী রাকিবের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।    

অভিযুক্ত যুবদল নেতা পারভেজ (৩৭) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মনিরুল ইসলামের ছেলে এবং ওই ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি। অপহৃত প্রবাসী ওই ওয়ার্ডের শাহজাহানের ছেলে।    

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী রাকিব বুধবার বিকালে কাতার থেকে দেশে ফেরার পর রাতেই ঢাকা থেকে বসুরহাট বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে তার বাবা ও ছোট ভাই আগে থেকেই তার অপেক্ষায় ছিলেন। এসময় যুবদল নেতা পারভেজের নেতৃত্বে রিয়াদ, দুলাল ও লাবিবসহ অজ্ঞাতনামা কয়েকজন বাসস্ট্যান্ডে প্রবাসী রাকিব ও তার বাবা শাহজাহানকে বেধড়ক মারধর করে ৬ হাজার রিয়াল, ৯০ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। 

পরে রাকিবকে তারা বাসস্ট্যান্ড থেকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে যৌথবাহিনী অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার নবীপুর এলাকা থেকে অপহৃত প্রবাসীকে উদ্ধার করে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল জানান, পারভেজ যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি। তাদের বাড়িতে জায়গা জমি নিয়ে পারভেজ ও রাকিবের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। তবে অপহরণ ও লুটপাটের বিষয়ে তিনি কিছুই জানেন না। 

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পূর্ব শক্রতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম