Logo
Logo
×

সারাদেশ

অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

বেড়ানো শেষে বাড়িতে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- রাজধানী ঢাকার নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে ব্যবসায়ী কামরুজ্জামান টুটুল (৪১) ও একই এলাকার আব্দুল বাতেনের ছেলে ফিনল্যান্ড প্রবাসী মো. হাবিব (৪০)।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কামরুজ্জামান টুটুল ও হাবিব তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু। মোটরসাইকেলযোগে তারা বুধবার সোনারগাঁয়ে বেড়াতে আসে। রাত ১০টার দিকে তারা বাসায় ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে একটি অজ্ঞাত বাস এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেলটি উল্টে গিয়ে দুই বন্ধু মহাসড়কে ছিটকে পড়ে ও ঘটনাস্থলেই ব্যবসায়ী টুটুল মারা যান। পরে প্রবাসী হাবিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, তারা সোনারগাঁয়ে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করে ও সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন শেষ বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পতিত হন। ঘাতক বাস ও এর চালক ও হেলপারকে চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম