Logo
Logo
×

সারাদেশ

লুডু খেলার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

লুডু খেলার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে পাঁচ বছরের  শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে অভিযুক্ত কামরুল হাওলাদারকে (৬০) পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত কামরুল হাওলাদার পূর্বপরিচিত হওয়ায় শিশুদের বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা করতেন। আর নাতি বলে ডেকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতেন। রোববার সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে কামরুল তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশপাশের নারীরা দৌড়ে আসেন। তখন অভিযুক্ত কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুটির মাকে জানালে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় মামলা করেন তিনি। 

ভুক্তভোগী শিশুটির মা জানান, শিশুটির চিৎকারে প্রতিবেশীরা কামরুলের বাড়িতে গিয়ে শিশুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার কন্যা শিশুটি আমাকে সব কিছু জানায়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শিশুটির মা থানায় মামলা করার পর থেকে অভিযুক্ত কামরুল গা-ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যায়। বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম