Logo
Logo
×

সারাদেশ

জামালপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিরা বিজয়ী

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

জামালপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিরা বিজয়ী

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। এতে মুক্তিযোদ্ধা গোলাম নবী সভাপতি ও রিসাত রেজুয়ান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারী ফলাফল ঘোষণা করেন।

এতে সহসভাপতি পদে আব্দুল আওয়াল, জামিল হাসান তাপস, অডিটর পদে সফিকুল ইসলাম রাজু ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম মহন জয় পেয়েছেন।

সদস্য পদে জয়ী হয়েছেন- শাহজাদা মিয়া সুমন, আল আমিন, আনোয়ার হোসেন, মাহমুদাআক্তার স্বপ্না, আছিমুল ইসলাম ও হাসান মামুন।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪০৬ ভোটারের মধ্যে ২৮৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম