Logo
Logo
×

সারাদেশ

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেফতার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ এএম

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শুক্কুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার রাতে শুক্কুর আলী ভাটারা বাজারে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। সে হিন্দিতে কথা বলে। তবে আধো বাংলা ও ইংরেজি বলতে পারে। তার আচরণ উদ্ভ্রান্ত মনে হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার শুকুর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওহাব উল্লাহর ছেলে বলে নিজের পরিচয় দেয়।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ১৪-১৫ দিন আগে তিনি সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে। তার কাছে বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম