Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-সিলেট বিমানের টিকিটের দাম সহনীয় হবে: বেবিচক চেয়ারম্যান

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ এএম

ঢাকা-সিলেট বিমানের টিকিটের দাম সহনীয় হবে: বেবিচক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিটের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে। সিলেটের মানুষের কথা চিন্তা করে শিগগিরই টিকিটের দাম সহনীয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। 

তিনি বুধবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূণাঙ্গ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বেবিচকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স-নামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তা সংস্থা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সিকিউরিটি ফোর্স গঠনেরও কাজ চলছে। প্রায় ১০ হাজার জনবলের একটি প্রস্তাবনাও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই জনবলে ৭০ শতাংশ সদস্য বিমানবাহিনী থেকে নেওয়া হবে, বাকি ৩০ শতাংশ অন্যান্য সংস্থা থেকে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূণাঙ্গ অগ্নিনির্বাপণ মহড়া সম্পর্কে বেবিচকের চেয়ারম্যান বলেন, এমন মহড়া দুর্যোগকালীন বিমানের যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আরও কাজ করবে। এ মহড়ায় বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিএনসিসি, ফায়ার সার্ভিস, র্যাব, এপিবিএন, বিভিন্ন হাসপাতালসহ বিভিন্ন এয়ারলাইন্স অংশ নিয়েছে; যা পরবর্তীতে সমন্বিতভাবে কাজ করতে সাহায্য করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম