Logo
Logo
×

সারাদেশ

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা ও পিটিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান। 


বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বুধবার বিকালে যুগান্তরকে নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, বুধবার সকাল ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা এলাকার মাদক কারবারি ফরিদ সেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ ফরিদ সেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ফরিদ সেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। 


তিনি বলেন, তোপের মুখে পড়ে তারা তখন তার হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আমাদের পুলিশ সদস্য (এসআই) ওয়াহিদুল হাসানকে আহত করে তারা। গুরুতর আঘাতপ্রাপ্ত সেই পুলিশ সদস্য রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, মাদক কারবারিরা ফরিদকে মাদকসহ গ্রেফতার করতে গেলে আমাদের পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেছে। এ ঘটনা শোনার পর আমি পুলিশ সদস্যদের সেখান থেকে চলে আসতে বলি। তখন তারা সেখান থেকে আমার কথামতো চলে আসেন। পরে থানা থেকে মহিলা পুলিশ পাঠিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আটক ফরিদ সেখ একজন কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক মামলাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ১১টি মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম