Logo
Logo
×

সারাদেশ

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্টে জাতীয় পরিচয়পত্র চান পর্দানশীন নারীরা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্টে জাতীয় পরিচয়পত্র চান পর্দানশীন নারীরা

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন যশোরের পর্দানশীন নারীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

পর্দানশীন মহিলা আনজুমান যশোরের সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসার নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী অংশ নেন। মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে পর্দানশীন নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। এসব হেনস্তার অবসান হতে হবে।

তারা আরও বলেন, পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার দেওয়া এবং সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম