Logo
Logo
×

সারাদেশ

কালিয়াকৈর প্রেস ক্লাবে ৩৯ বছর পর নির্বাচন, সভাপতি আলীম সম্পাদক সেলিম

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

কালিয়াকৈর প্রেস ক্লাবে ৩৯ বছর পর নির্বাচন, সভাপতি আলীম সম্পাদক সেলিম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার সকালে ঐতিহ্যবাহী কালিয়াকৈর প্রেস ক্লাবে ৩৯ বছর পর দ্বিবার্ষিক  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর উপজেলা যুগান্তর পত্রিকার প্রতিনিধি সরকার আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম হোসেন সানি।

প্রধান নির্বাচন কমিশনার ডিএম এরশাদুল আলম, নির্বাচন কমিশনার অর্জুন সরকার ও নাসিম আহম্মেদ শিমুল নির্বাচন পরিচালনা করেন।

প্রেস ক্লাবে ১৫ সদস্য বিশিষ্ট পদে নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। মোট তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সম্পাদক পদ ছাড়া সাংগঠনিক পদে আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহালম সিকদার নির্বাচিত হয়েছেন।

এছাড়া বাকি ১২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  প্রার্থীরা নির্বাচিত হন। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মাইনুল সিকদার, সহ-সভাপতি পদে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ডিএম সামান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বদেশ প্রতিদিন প্রতিকার উপজেলা প্রতিনিধি দোলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি স্বপন সরকার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম- ২, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (১), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নাছিম কবির রনি, সমাজ কল্যাণ সম্পাদক মহসিন মোল্লা, নির্বাহী সদস্য-১ অর্ধ সাপ্তাহিক সুবানী পত্রিকার সম্পাদক আইয়ুব রানা, নির্বাহী সদস্য-২ দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম