Logo
Logo
×

সারাদেশ

স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম সেই অন্তরের

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম সেই অন্তরের

এবার স্বেচ্ছায় কারাবরণের আলটিমেটাম দিয়েছেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সেই রবিউল আউয়াল অন্তর।

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়ন না করা হলে এবং আন্দোলনে অংশ নেওয়া মানুষকে গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে স্বেচ্ছায় কারাবরণ করবেন বলে আলটিমেটাম দেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি রাতে অপহরণ ও চার দিন পর পুলিশের অভিযানে উদ্ধার হওয়ার পর বুধবার কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ আলটিমেটাম দেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর লিখিত বক্তব্যে বলেন, আমাকে অপহরণ ও গুম করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি পক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিবাজচক্রের সঙ্গে জড়িত। বর্তমানে এলাকার নিরীহ মানুষকে প্রশাসন রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও হয়রানি করছে। দুজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। তাদের নামে মামলা দেওয়া হয়েছে। 

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। একইসঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকরি, অধিগ্রহণ করা জমির দেড়গুণ অর্থ প্রদান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবেক এমডি খোরশেদ আলম, পিডি শাহ আব্দুল মাওলাসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি করেন। এ আট দফা দাবি মানা না হলে এবং সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করা না হলে গ্রামবাসীদের রক্ষায় তিনি কারাবরণের আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের আন্দোলনকে সমর্থন করায় এখন আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটি চক্র আগামী নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে আমি যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি সেজন্য আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক থানায় এ অভিযোগ। 

তিনি বলেন, তাদের সাত বছরের আন্দোলনের ফসল এ সরকার। অথচ তারাই আজ হয়রানির শিকার হচ্ছেন। তাহলে সাবেক স্বৈরাচার সরকারের সঙ্গে এ সরকারের পার্থক্য কোথায়?

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম