Logo
Logo
×

সারাদেশ

প্রতিবন্ধী যুবকের মৃত্যু নিয়ে রহস্য

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

প্রতিবন্ধী যুবকের মৃত্যু নিয়ে রহস্য

ছাগলনাইয়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ সতর এলাকার ফসলি খেতে মিলেছে প্রতিবন্ধী যুবকের লাশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রতিবন্ধী বেলাল হোসেন (২১) ওই ওয়ার্ডের মোকছেদি বাড়ির নুরুল আলম মিন্টুর একমাত্র ছেলে। বেলাল ছাগলনাইয়া বাজারে একটি ক্রোকারিজ দোকানে কর্মরত ছিলেন।  

মিন্টু জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় বেলাল। এরপর সে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি বেলালদের বাড়ির পাশে খেতে তার লাশ দেখতে পান।

তিনি আরও বলেন, ‘বেলালের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। সে শারিরীক প্রতিবন্ধী।’

স্থানীয়রা জানান, বেলালের চার বছর বয়সে তার বাবা-মার বিচ্ছেদ হয়। মায়ের অন্যত্র বিয়ে হলেও তার বাবা বিয়ে করেননি। বেলাল ও তার বোন বাবার কাছেই থাকত।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে খেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম