Logo
Logo
×

সারাদেশ

হাটের জায়গা দখল করে দোকান নির্মাণ

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

হাটের জায়গা দখল করে দোকান নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহ্যবাহী গরুর হাট সোনাইচন্ডী। এ হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন এক প্রভাবশালী। সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে ভাড়াও আদায় করছেন ওই প্রভাবশালী।

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতা ও হাট সভাপতিকে ম্যানেজ করেই তোলা হয়েছে দোকানঘর। দখলের কথা অস্বীকার করে ওই প্রভাবশালী জানান, ইউপি চেয়ারম্যানের মৌখিক অনুমোদনে তিনি দোকান নির্মাণ করেছেন।

জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নে সোনাইচন্ডী গরুর হাট বসে। প্রতি সপ্তাহের বুধবার বসে হাটটি। দেশের বিভিন্ন জায়গা থেকে এ হাটে আসে পাইকাররা। হাটটি পেরিফেরি ভুক্ত হওয়ার পর থেকে প্রভাবশালীরা সেই হাটের অনেক জায়গা দখল করে রেখেছে।

সোনাইচন্ডী হাটের ২৮৩ নাম্বার দাগের আট শতাংশ জমিতে হাটের লোকজনের সুবিধার্থে টয়লেট নির্মাণের কথা ছিল। সম্প্রতি সেই জায়গা দখল করে দোকান তুলেছেন স্থানীয় হাসেম আলী।

স্থানীয় বাসিন্দা নাজিম বলেন, ‘হাট ইজারাদার, স্থানীয় রাজনৈতিক নেতাদের মদদ ও হাটের সভাপতিকে ম্যানেজ করে জায়গাটি দখল করে হাসেম আলী। প্রথমে দখলকৃত জায়গায় টিনের বেড়া দেওয়া হয়। পরে ইট দিয়ে দোকান নির্মাণ করা হয়।’

দখলের অভিযোগ অস্বীকার করে হাসেম আলী বলেন, ‘২৮২ নাম্বার দাগে হাটের ড্রেন রয়েছে। সে দাগে আমাদের জমি রয়েছে। ড্রেন থাকায় জমিটি আমরা ব্যবহার করতে পারি না। বিষয়টি তৎকালীন ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি হাটের ২৮৩ নাম্বার দাগের জমি ব্যবহারের মৌখিক অনুমতি দেন।  এরপর থেকে আমরা জায়গাটুকু ব্যবহার করছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম