Logo
Logo
×

সারাদেশ

টানা ৩য় দিনের কর্মবিরতিতে সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

টানা ৩য় দিনের কর্মবিরতিতে সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

পাঁচ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সিলেটে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা।

কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি দেওয়া হবে না- এ নিয়ে আজকে কোর্টে যে রায় হবে সেটা যদি তাদের পক্ষে না আসে তবে বুধবার বিকাল থেকেই কমপ্লিট শাটডাউনে যাবেন তারা। এতে রোগীদের সেবায় যে ব্যাঘাত ঘটবে তার দায় ইন্টার্ন চিকিৎসকেরা নেবেন না। ইন্টার্ন চিকিৎসকদের এসব দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন মিডলেভেল এবং মেডিকেল কলেজের শিক্ষকরা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির সঙ্গে একমত আমরা। ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনে গেলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটবে। আমরা চাইব আন্তবর্তী সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম