Logo
Logo
×

সারাদেশ

সিলেটে বড় ভাইকে খুন করে পলাতক ছোট ভাই, স্ত্রীর মামলা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম

সিলেটে বড় ভাইকে খুন করে পলাতক ছোট ভাই, স্ত্রীর মামলা

সিলেটের দক্ষিণ সুরমায় বড় ভাইকে খুন করে পলাতক ছোট ভাই। নিহত মো. খসরু মিয়া (৩০) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।

মঙ্গলবার দায়েরকৃত এ মামলায় আসামি করা হয়েছে নিহতের ছোট ভাই মো. কালাম ও তার স্ত্রীকে।

জানা যায়, গত শনিবার রাতে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কালাম খসরু মিয়াকে আঘাত করলে তিনি মাথায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খসরু মিয়া চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে মারা যান। ঘটনার পরপরই কালাম ঢাকায় পালিয়ে যান।

মামলার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম