Logo
Logo
×

সারাদেশ

জামালপুরের সাবেক এমপি আবুল কালাম ৬ দিনের রিমান্ডে

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

জামালপুরের সাবেক এমপি আবুল কালাম ৬ দিনের রিমান্ডে

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বিএনপির সমাবেশে হামলার দুই মামলায় জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে জামালপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুজ্জামান জানান, নাশকতা পরিকল্পনায় জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড ও জামিন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আজাদ ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামালপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ভোট কারচুপির মাধ্যমে জয়লাভ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম