পূবাইল থানা ওলামা দলের নতুন কমিটি

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগর ওলামা দলের আহবায়ক কাজী মোস্তফা কামাল খোকন ও সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন বিশ্বাসের যৌথ সাক্ষরে ১৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে হাফেজ মাওলানা আরমান হোসেনকে এবং মোহাম্মদ রবিউল হাসান রবিকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন হাফেজ সৈয়দ আলী, ফাইজুল হক মনি প্রমুখ।