Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, আটক ১

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

নোয়াখালীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নাম্বার ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী ছিলেন। সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিজের ঘরে ঢুকেন রোজি। রাত ৮টার দিকে তার ঘর থেকে শব্দ শুনতে পান প্রতিবেশিরা। পরে তারা রোজির ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন তিনি। পাশে একটি রক্তমাখা চাপাতি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রোজিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদু্ল্লাহ আল ফারুক বলেন, ‘সন্দেহভাজন হিসেবে একই গ্রামের তারেক (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। ’

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম