Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি মজিদ খানের দুই দিনের রিমান্ড

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ পিএম

সাবেক এমপি মজিদ খানের দুই দিনের রিমান্ড

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই হবিগঞ্জ শহরে আন্দোলনকারীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। হামলায় মরম চান নামে এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। এ মামলায় সাবেক এমপি মজিদ খানের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সরকার পক্ষের আইনজীবী নুর ইসলাম বলেন, আমরা আদালতকে বলেছি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা মনে করি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম