Logo
Logo
×

সারাদেশ

দেশ থেকে পালাতে হয়, এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো: বাবর

Icon

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

দেশ থেকে পালাতে হয়, এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের জেল খাটিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর এই ফ্যাসিস্ট সরকার অনেক জুলুম করেছে; তবুও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। আর এখন সেই জুলুমকারী নেত্রী কোথায়? এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো, যে নেত্রী দেশ ছেড়ে পালায়।

সোমবার বিকালে খালিয়াজুরী কলেজ মাঠে উপজেলা বিএনপির দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেত্রকোনার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

লুৎফুজ্জামান বাবর বলেন, দেশে এখনো বিশৃঙ্খলার সৃষ্টি পাঁয়তারা করছে ফ্যাসিস্ট সরকারের দোসররা। এসব মোকাবিলা করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের বেকারদের কাজে লাগাতে হবে, তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির নেতা এসএম শফিউল আলম সুজা প্রমুখ।

এ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম