Logo
Logo
×

সারাদেশ

আইন উপদেষ্টার সঙ্গে কথা বলতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

আইন উপদেষ্টার সঙ্গে কথা বলতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলতে না পেরে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী পিটিআইয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীদের ৫ জনের একটি প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে কথা বলে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। 

সকালে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক এক কর্মশালায় যোগ দিতে রাজশাহী পিটিআই মিলনায়তনে আসেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এদিকে কর্মশালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে কথা বলতে আসেন নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু তারা উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারেননি। দুপুর ১২টার দিকে উপদেষ্টাকে নিয়ে গাড়ি পিটিআই থেকে বেরিয়ে গেলে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে বসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাতে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে লেখা ফেস্টুন তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলতে থাকেন, ‘আমরা জীবন বাজি রেখে আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। তাই আসিফ নজরুল উপদেষ্টা হয়েছেন। কিন্তু তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেননি। যতক্ষণ তিনি এখানে এসে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে’।

রাজশাহী কলেজের শিক্ষার্থী নিসাত তাসনীম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষকেরা জামিন পেয়ে যাচ্ছে। গতরাতেও রাজশাহী কলেজের সামনে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই করা হয়েছে। এসব নিয়ে আমরা উপদেষ্টার সঙ্গে কথা বলতে এসেছিলাম। 

তিনি বলেন, পুলিশ অপেক্ষা করতে বলেছিল। তারা আমাদের কথা বলিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু কথা না বলিয়ে উপদেষ্টাকে চলে যেতে দেওয়া হয়েছে।

বিক্ষোভ চলাকালে মিলনায়তনের ভেতরে কর্মশালা চলছিল। সেখানে ছিলেন আইজিপি, অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

প্রায় ২ ঘণ্টা বিক্ষোভের পর পুলিশের অনুরোধে শিক্ষার্থীদের পাঁচজনের একটি প্রতিনিধিদল ভেতরে যান। তারা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীরা জানান, অ্যাটর্নি জেনারেল তাদেরকে আশ্বস্ত করেছেন, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। জুলাই আন্দোলনে মাঠে থাকা শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, তারা যেন সব ঘটনার সাক্ষী দেয়। তাহলে অপরাধীদের শাস্তি হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে।

এ ঘোষণার পর দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা পিটিআইয়ের ফটক থেকে সরে যান। এর আগে প্রায় দুই ঘণ্টা তারা পিটিআইয়ের ফটক দিয়ে কাউকে বের এবং ঢুকতে দেননি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম