Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের দুর্গে বিএনপির সমাবেশ, শুরুর আগেই পূর্ণ মাঠ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম

আ.লীগের দুর্গে বিএনপির সমাবেশ, শুরুর আগেই পূর্ণ মাঠ

আওয়ামী দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জে সমাবেশ করছে বিএনপি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি এ সমাবেশ করছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর পার্ক মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে সমাবেশ শুরুর আগেই বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে উঠে পৌর পার্কের মাঠ।

দলীয় সূত্রে জানা যায়, সমাবেশ সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগে থেকে নেতাকর্মীরা পৌর মাঠে ভিড় করতে থাকে। ১০টার আগেই ভরে যায় মাঠ।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি দলটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।

বেলা সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জ-পাটগাতি সড়কের পুলিশ লাইন থেকে পৌরসভা পর্যন্ত কয়েক মিটার পর পর নির্মাণ করা হয়েছে তোরণ। সড়কের দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য প্লাস্টিকের পাইপের মাথায় বিভিন্ন রঙের কাপড় বাধা হয়েছে। সমাবেশ স্থলে প্রবেশ করতে করা হয়েছে দুইটি গেট। সমাবেশ উপলক্ষে পৌর পার্কের দক্ষিণ পাশের উন্মুক্ত মঞ্চে স্থাপন করা হয়েছে মঞ্চ। মঞ্চে অবস্থান করছেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

সমাবেশে এসেছেন গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকার বাসিন্দা যুগল বিশ্বাস। প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশ স্থলে আসা বিএনপির এ কর্মী বলেন, ‘সকাল সাড়ে ৭টায় সমাবেশের এসেছি।’

বেলা ১০টা ৪০ মিনিটে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামন সেলিম, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলামসহ অতিথিরা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ পৌর পার্ক মাঠ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এরপর গীতা থেকে পাঠ করা হয়। এরপর স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম