Logo
Logo
×

সারাদেশ

দাগনভূঞায় দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

দাগনভূঞায় দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনীর দাগনভূঞায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে দাগনভূঞা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম।

স্বজন সমাবেশের সভাপতি কাজী ইফতেখারুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার কর্মকর্তা রোকন উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, উপজেলা জামায়াতের সাবেক আমির নুর নবী দুলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি ইয়াসিন সুমন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জামায়াত নেতা কামাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন।

মোকাররম হোসেন পিয়াসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের দাগনভূঞা উপজেলা প্রতিনিধি মো. আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম খান, সিরাজ উদ্দিন দুলাল, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন করিম রনি, সাবেক সাধারণ সম্পাদক এমাম হোসেন সহ কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে কেক কেটে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সত্যের সন্ধানের নির্ভীক’ এ স্লোগানে দৈনিক যুগান্তর ২৫ বছর যাবত দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও এ যাত্রা অব্যাহত থাকবে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম