Logo
Logo
×

সারাদেশ

ছেলের কোদালের আঘাতে পিতার মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

ছেলের কোদালের আঘাতে পিতার মৃত্যু

তুচ্ছ ঘটনার জের ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জে ছেলে সোলায়মান হোসেনের কোদালের আঘাতে পিতা নাইম উদ্দিন মারা গেছেন। শনিবার রাত ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ছেলে সোলায়মানকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বেলকা গ্রামের বাসিন্দা নাইম উদ্দিন ও তার ছেলে সোলায়মানের সঙ্গে শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের একপর্যায়ে ছেলে সোলায়মান ঘর থেকে কোদাল নিয়ে এসে তার পিতা নাইম উদ্দিনের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘাতক ছেলে সোলায়মান হোসেনকে আটক করে পুলিশে খবর দেন।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, পুলিশ সোলায়মানকে গ্রেফতার করে রোববার গাইবান্ধার আদালতে প্রেরণ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম