Logo
Logo
×

সারাদেশ

গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইকবাল হোসেন ফারহান নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সত্তরিয়া স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত  ফারহান (১৩) ওই এলাকার শেখ আহমদের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়ার আগে সকালে গোসল করতে পুকুরে নামে ফারহান। এ সময় পুকুরপাড়ে গাছ কাটছিলেন কয়েকজন লোক। সে গাছের ঢাল পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে পুকুরে। এ সময় পুকুরের পানিতে থাকা ফারহান বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারহানকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম