Logo
Logo
×

সারাদেশ

সন্ধ্যায় নিখোঁজ সকালে ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম

সন্ধ্যায় নিখোঁজ সকালে ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের একদিন পর নদীর পাড়ে গাছের ডালে আবুল কাশেমের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার পাশের গ্রামের সোনাই নদীর পাড়ে গাছের ডালের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানান, শনিবার সন্ধ্যায় (২২ ফেব্রুয়ারি) কাশেমকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। রোববার সকালে নদীর পাড়ে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

হবিগঞ্জ লাশ নিখোঁজ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম