Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছে পোশাক শ্রমিকেরা।  রোববার সকাল ১০টায় গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় হামিম গ্রুপের ‘দ্যাটস ইট’ নামক পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।  প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে মহাসড়ক ছাড়েন বিক্ষুব্ধ শ্রমিকেরা।  এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যান ও জনসাধারণ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা কারাখানার গেইটে এসে ৭৬ শ্রমিক ছাঁটায়ের তালিকা দেখতে পায়। এরপরেই রাস্তায় অবস্থান নেয় তারা।  এ সময় অন্যায়ভাবে ছাঁটাই বন্ধের দাবি জানান তারা। পরে শিল্প পুলিশের আশ্বাসে দুপুর ১টার দিকে আন্দোলনকারী শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়। মালিকপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম