Logo
Logo
×

জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ডের দায়িত্ব আমেরিকান সংস্থাকে দিয়েছে সরকার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

সাগর-রুনি হত্যাকাণ্ডের দায়িত্ব আমেরিকান সংস্থাকে দিয়েছে সরকার

আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জেল হাজতি ও সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি নষ্ট হওয়া আলামত নিয়ে কাজ করতে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার।গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন, মামলার আইনজীবী মো. শিশির মনির।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী জানিয়েছেন, সাগর রুনির হত্যার ব্যাপারে পিবিআই, সিআইডির সমন্বয়ে ৫ সদস্যের একটি জয়েন্ট ট্রাস্কফোর্স গঠিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে আগামী ৪ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শাল্লা উপজেলায় দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর সাংবাদিকদের এসব তথ্য জানান আইনজীবী ।

শিশির মনির বলেন, তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আমার মিটিং হয়েছে, তারা তদন্তে বেশ কিছু অগ্রগতি দেখিয়েছেন। জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে। আগে দায়িত্বে থাকা কর্মকর্তা ও টেলিভিশনে দায়িত্ব থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে, ফলে এই বিষয়টির তদন্ত সন্তুোষজনক হবে।

তিনি বলেন, ২০১২ সালে এই ঘটনার পর ১৩ বছর পার হয়ে গেছে। কিছু এভিডেন্স নষ্ট হয়ে গেছে। এ জন্য সরকার আরেকটি এক্সপার্ট টিম আমেরিকান ডিএনও কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট করে দায়িত্ব দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সচিব জমসেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সঞ্চিত কুমার চন্দ্র, সিনিয়র আইনজীবী মো. শামস উদ্দিন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও শাল্লা উপজেলা জামায়াতে ইসলামের আমির নূরে আলম সিদ্দিকি, ইবনে সিনা হাসপাতাল সিলেটের ওসি রেজাউল ইসলাম, প্রফেসর দ্বীন মোহাম্মদ দিপু প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম