Logo
Logo
×

সারাদেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আংশিক উৎপাদন শুরু

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আংশিক উৎপাদন শুরু

টানা চার দিন পুরোপুরি বন্ধ থাকার পর আবারও আংশিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। 

মোট ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটির যান্ত্রিক ত্রুটি দূর করে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ২৯ মিনিটে চালু করা সম্ভব হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী  মো. আবু বক্কর সিদ্দিক আশা প্রকাশ করেন, ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটিও দু-একদিনের মধ্যেই চালু করা সম্ভব হবে। 

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া ৩টি ইউনিটের মধ্যে ১নং ইউনিটটির বয়লার টিউব লিকেজ দূর করে শনিবার বিকাল ৫টা ২৯ মিনিটে চালু করা সম্ভব হয়েছে। এই ইউনিটটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ। যা জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম