Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপিসহ ১৮০ আ.লীগ নেতার বিরুদ্ধে দুই মামলা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

সাবেক এমপিসহ ১৮০ আ.লীগ নেতার বিরুদ্ধে দুই মামলা

নোয়াখালীতে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমকে আসামি করে ১৮০ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। 

এতে আরও তিন শতাধিক আওয়ামী কর্মীকে অজ্ঞাতনামা করে চর জব্বার থানায় মামলা দুটি করেন বিএনপি নেতা রবিউল ইসলাম ও মো. রাসেল ইকবাল। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চর জব্বার থানার ওসি শাহিন মিয়া। 

তিনি জানান, চর হাসান এলাকার রবিউল বাদী হয়ে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম দিয়ে এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২২ ডিসেম্বরে চর হাসান ভূইয়ার হাট বাজারে একরামুলের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বাদীর কাপড়ের দোকানে হামলা করে ৬০ লাখ টাকার কাপড় লুট করে নিয়ে যায়। এছাড়া দোকানে থাকা নগদ ৩ লাখ ১৪ হাজার টাকাও নিয়ে যায় তারা।

অন্য মামলার বাদী মধ্য চর বাটার মো. ছিদ্দিকের ছেলে ও কৃষক দলের উপজেলা সভাপতি রাসেল। তার মামলায় উল্লেখ করেন, ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিএনপি মনোনীত মো. শাজাহানের নির্বাচনি প্রচারণা চলাকালে দুপুরের খাবার খাওয়ার জন্য অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে যান। সেখানে একরামুল ও খায়রুলের নেতৃত্বে শত শত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে ৪শতাধিক মোটর সাইকেল লুট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ ৬ কোটি টাকা।

ওসি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দুটি রেকর্ড করা হয়েছে। মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম