Logo
Logo
×

সারাদেশ

ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

ভালুকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধীতপুর বাজার এলাকায় হওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহত অটোরিকশা চালকের নাম পল্টন (৫০)।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে যাচ্ছিল একটি অটোরিকশা। যানটি ধীতপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক পল্টন। গুরুতর আহত হন অটোরিকশার চার যাত্রী।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল ওয়াদুদ (৩০)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে ব্যারিকেড দিয়ে চালককে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে।

ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুণ্ড বলেন, ‘ঘাতক ট্রাকের চালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম