Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো হয়েছে। 

এতে শহিদ বরকতের পরিবার, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ), উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), মেট্রোপলিটন ও জেলা পুলিশ, জেলা পরিষদ, মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠন, গাজীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার রাজবাড়ী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। পরে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। 

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। 

শহিদ দিবস উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এতে উপাচার্য প্রফেসর জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মাদ খালেকুজ্জামান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম