Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে ব্যবসায়ী সাইফুল আলম গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

ময়মনসিংহে ব্যবসায়ী সাইফুল আলম গ্রেফতার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর বিশিষ্ট ব্যবসায়ী পুলিশ লাইন্স এলাকার সাইফুল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, মানবাধিকার কর্মী ও দৈনিক মুক্ত খবরের সহ-সম্পাদক সাইফুল আলম ফেরদ্দৌসকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর পুলিশ লাইন্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম খান যুগান্তরকে জানান, গ্রেফতার সাইফুল আলম ফেরদ্দৌসের বিরুদ্ধে ওই এলাকায় মশাল মিছিল করার অভিযোগ রয়েছে। এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তিনি মশাল মিছিলের আয়োজন করেন বলে অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই।

তার নিকটাত্মীয় জানান, সাংবাদিক ও পেট্রোল পাম্প ব্যবসায়ী সাইফুল আলম ফেরদ্দৌস বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। মহানগর আওয়ামী লীগের ২০০৯ সালের কমিটিতে তার সহ-সভাপতির পদ ছিল। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদ ছেড়ে দেন। তিনি কখনো কোনো মিছিলে যাননি। তিনি একজন মানবাধিকার কর্মী এবং দৈনিক মুক্ত খবরের সহ-সম্পাদক।

অভিযোগ করে তিনি বলেন, পুলিশ তাকে হয়রানির উদ্দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশেষ ক্ষমতা আইনে মামলায় জড়িয়ে গ্রেফতার করেছে। তিনি তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম