Logo
Logo
×

সারাদেশ

বিক্রীত জমির মালিকানা দাবি, মসজিদ নির্মাণে বাধা

Icon

গাছা (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

বিক্রীত জমির মালিকানা দাবি, মসজিদ নির্মাণে বাধা

বাবা বিক্রি করার ২১ বছর পর একই জমির মালিকানা দাবি করছেন মেয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী। বর্তমানে ওই জমিতে মসজিদ নির্মাণ কাজে আওয়ামী লীগ নেত্রীর বাধায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

মসজিদ নির্মাণ কাজে বাধা দেওয়ায় গাজীপুর মহানগরের গাছা থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিনা হালিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেত্রী রিনা হালিমের বাবা, চাচা ও ফুফু বিগত ২০০৪ সালে আলোচিত দাগে তাদের প্রাপ্য অংশের সমস্ত জমি অন্যত্র বিক্রি করে দেন। একই দাগে তাদের অন্য শরিকদের বিক্রীত জমিতে স্থানীয়দের সহযোগিতায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণ হচ্ছে। আওয়ামী লীগ নেত্রী রিনা হালিম অসৎ উদ্দেশ্যে গত কয়েক দিন যাবত দলবল পাঠিয়ে মসজিদ নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। এমনকি রিনা হালিম নিজেও মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বাবুসসালাম মসজিদ-মাদ্রাসার মুহতামিম মাওলানা বিন ইয়ামিন। 

এ ব্যাপারে রিনা হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে এ বিষয়ে তার ভগিনীপতি অ্যাডভোকেট জুলহাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। যোগাযোগ করা হলে অ্যাডভোকেট জুলহাস বলেন, এটি পারিবারিক সম্পত্তি। যারা জমিটি বিক্রি করেছেন তারা একই জমির পরিবর্তে ঘরোয়া বণ্টনে অন্যত্র আমার শ্বশুরের জমি ভোগ করছেন। এ ব্যাপারে আদালতে বণ্টননামা মামলা করা হয়েছে। 

গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ বিষয়ে উভয়পক্ষ থানায় এসেছিল, জমিসংক্রান্ত বিষয় তাই উভয়পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম