Logo
Logo
×

সারাদেশ

ডেভিল হান্টে ভোলায় আ. লীগের ৬ নেতাকর্মী আটক

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম

ডেভিল হান্টে ভোলায় আ. লীগের ৬ নেতাকর্মী আটক

ভোলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার সকালে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন— সদর উপ‌জেলার প‌শ্চিম ইলিশা ইউনিয়‌ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান জ‌হিরুল ইসলাম, চরসামাইয়া ইউনিয়‌নের আওয়ামী লীগের যুব ও ক্রিয়া সম্পাদক মাইনুল হাওলাদার, একই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফয়েজ হাওলাদার, ৯ নাম্বার ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ফরিদ, দৌলতখা‌ন উপ‌জেলার যুবলীগনেতা হাসনাইন ও লাল‌মোহ‌ন উপ‌জেলার লাল‌মোহন ইসলা‌মিয়া কা‌মিল মাদ্রাসার ছাত্রলী‌গের সভাপ‌তি ফা‌হিম বিশ্বাস‌।

কোস্টগার্ড ও পুলিশের অভিযানে তাদের আটক ক‌রা হয় বলে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম