Logo
Logo
×

সারাদেশ

কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৬ পিএম

কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক, হেলপারসহ ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায কাভার্ডভ্যান চালক মারা যান।

এ দুর্ঘটনার ফলে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম