
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান ডালিম আটক

ফতুল্লা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ এএম
-67b51374b71bd.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
২০২২ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এখনো তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি।