Logo
Logo
×

সারাদেশ

শেখ রাসেল পার্কের নতুন নাম নারায়ণগঞ্জ সিটি পার্ক

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ এএম

শেখ রাসেল পার্কের নতুন নাম নারায়ণগঞ্জ সিটি পার্ক

ছবি: সংগৃহীত

‘শেখ রাসেল নগর পার্ক’-এর নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ সিটি পার্ক’ করা হয়েছে; যা মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নুর কুতুবুল আলম।

নগরীর দেওভোগের জিমখানা এলাকায় ৫৭ কোটি টাকা ৬৭ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক শেখ রাসেল নগর পার্ক নির্মাণ করে বিগত আওয়ামী লীগ সরকার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগের জিমখানা এলাকায় ১৮ একর জায়গায় এটি নির্মাণ করা হয়। ২০২৩ সালের ১৪ নভেম্বর এ পার্ক নির্মাণ শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।

সিটি করপোরেশন সূত্র জানায়, এর লেকের চারপাশে ওয়াকওয়ে, স্ট্রিট লাইট, সিটিং প্যাভিলিয়ন ও পরিবেশবান্ধব সবুজ গাছপালা হয়েছে। দর্শনার্থীদের অবসর সময় কাটানোর জন্য ৪টি ভিউইং ডেক ও ৬টি ঘাটলা নির্মাণ করা হয়েছে। 

উন্মুক্ত পরিবেশে যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে। লেকের দুইপাশে লোকজনের পারাপারের জন্য রয়েছে একটি নয়নাভিরাম ব্রিজ। খেলাধুলার জন্য ১টি খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। এছাড়া রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা পাবলিক টয়লেট।

এছাড়া বোট ক্লাব, সুইমিং পুল, ওয়াটার গার্ডেন, জিমন্যাস্টিক ক্লাব, ড্রাই ফাউন্টেন, স্কেটিং জোন, সাইকেল লেনসহ সৌন্দর্যবর্ধন কাজ রয়েছে। পার্কের অভ্যন্তরে শিল্প সংস্কৃতি চর্চ্চা ও বিকাশের লক্ষ্যে বিদ্যমান চারুকলা ভবনের স্থলে নতুনভাবে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি পরিবেশবান্ধব চারুকলা ভবন নির্মাণ করা হয়েছে। এটি নগরীরবাসীর বিনোদনের স্পটে পরিণত হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম