Logo
Logo
×

সারাদেশ

গ্রামে বাদ্যযন্ত্র বাজবে না, তৃতীয় লিঙ্গের প্রবেশ নিষেধ

Icon

মিজানুর রহমান, ঝিনাইদহ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

গ্রামে বাদ্যযন্ত্র বাজবে না, তৃতীয় লিঙ্গের প্রবেশ নিষেধ

নতুন নিয়ম। বাদ্যযন্ত্র বাজবে না। তৃতীয় লিঙ্গ ঢুকতে পারবে না। নিয়ম ভাঙলে চার হাজার টাকা জরিমানা। গ্রাম্য সহিংসতা মারামারি বন্ধ, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ষড়াতলায়।

এক মাস আগে গ্রাম্য মাতুব্বররা একত্র হয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একশ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে নিয়মনীতিগুলো লিপিবদ্ধ করে ঝুলিয়ে রেখেছেন গ্রামের বিভিন্ন স্থানে। এতে স্বাক্ষর করেছেন গ্রামের কুড়িজন ব্যক্তি। যারা গোটা গ্রাম নিয়ন্ত্রণ করে থাকেন।

গ্রামের পশ্চিমপাড়া মসজিদ কমিটির সভাপতি এনামুল হক জানান, গ্রাম্য হানাহানি-মারামারি, সহিংসতা বন্ধ এবং ছেলেমেয়েদের শিক্ষিত করতে অভিনব এমন উদ্যোগ গ্রহণ ছাড়া উপায় ছিল না।

ফলসী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের মেম্বার তৌহিদুর রহমান জানান, বেশির ভাগ গ্রামবাসীর সমর্থন রয়েছে বিধায় নতুন এ নিয়ম চালু করা হয়েছে। কমিটিতে মসজিদ কমিটির সভাপতি, শিক্ষক, কৃষক, মুয়াজ্জিন, ইমামসহ কুড়িজন সদস্য রয়েছেন।

জানা যায়, গ্রামটিতে মোট জনসংখ্যা প্রায় দুই হাজার। এর মধ্যে ভোটার দেড় হাজার।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে গণমাধ্যমে জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম