বগুড়ায় জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি, দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে শহরের পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ করে তারা। বিকালে শুরু হওয়া মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বক্তব্য রাখেন- বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন, অবশেষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের ছয় মাস পেরিয়ে গেলেও জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়া হয়নি।
এমনকি বিভিন্ন দলের নেতাদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেতাদের মুক্তি দিলেও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি।
অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। মুক্তি নিয়ে কোনোরকম টালবাহানা সহ্য করা হবে না বলেও সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।