Logo
Logo
×

সারাদেশ

বরিশালে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

বরিশালে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর অশ্বিনী কুমার হল থেকে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে জামায়াত নেতার মুক্তি দাবি করেন। 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল। 

বরিশাল মহানগরের সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহর সঞ্চালায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাজি, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার। 

সমাবেশে প্রধান অতিথি মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও বৈষম্য এখনো দূর হয়নি। জামায়াতে ইসলামী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের ব্যাপারে এখনো চরম বৈষম্য করা হচ্ছে। জুলুম করা হয়েছে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের সঙ্গে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ নামের তথাকথিত মিথ্যা মামলায়, নাটকীয় সাজার রায় দেওয়া হয়েছে। মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও আওয়ামী প্রভাব বিস্তার করায় মহামান্য আদালত তার ফাঁসি বহাল থাকে। ফ্যাসিস্ট সরকারের রায় এখনো কিভাবে কার্যকর থাকে? 

হেলাল বলেন, অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। নয়তো বাংলার জনগণ তাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগকে কেন এখনো নিষিদ্ধ করলেন না? কেন গণহত্যার রায় এখনও হলো না? এসব প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ৫ আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। এ দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম