Logo
Logo
×

সারাদেশ

২৪ বিপ্লবে যুগান্তকারী ভূমিকা রেখেছে যুগান্তর

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

২৪ বিপ্লবে যুগান্তকারী ভূমিকা রেখেছে যুগান্তর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে র্যালি পরবর্তী কেক কাটা হয়। মঙ্গলবার বেলা ১১টায় আড়াইহাজার উপজেলা চত্বর থেকে ঢাকঢোল বাজিয়ে যুগান্তরের লোগো সংবলিত টি-শার্ট পরে নেচে গেয়ে সরকারি সফর আলী কলেজ প্রদক্ষিণ করে শহিদ মিনার হয়ে উপজেলা চত্বরে এসে র্যালি শেষ হয়।

র্যালি শেষে যুগান্তর সজন সমাবেশের সভাপতি কবি ও সাহিত্য  ম. আ. সাত্তারের সভাপতিত্বে এবং আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি মাসুম বিল্লাহ সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা ছাত্রজীবন থেকে দেখে আসছি যুগান্তর অন্যায়ের সঙ্গে কোনোরকম আপস করে না। তারই ধারাবাহিকতায় গত জুলাই ২৪ বিপ্লবেও যুগান্তর ও যমুনা টেলিভিশন যুগান্তকারী ভূমিকা রেখেছে। যুগান্তর পরিবারের সবার প্রতি শুভেচ্ছা জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদ বলেন, যুগান্তর সর্বদা জনগণের পক্ষে কথা বলে, তার প্রমাণ গত ২৪ জুলাই  বিপ্লবে তারা রেখেছে। যুগান্তরের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

আরও বক্তব্য রাখেন- সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ, যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা প্রফেসর গিয়াস উদ্দিন। তিনি বলেন, যুগান্তর সাধারণ মানুষের ভাষায় কথা বলে সেজন্য  পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুগান্তর আড়াইহাজার প্রতিনিধি মো. মোক্তার হোসাইন, আড়াইহাজার উপজেলার সুজনের সভাপতি মনিরুজ্জামান সরকার, থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা সুমন দেবনাথ, আড়াইহাজার টাইমসের সম্পাদক নজরুল ইসলাম প্রিন্স, যায়যায় দিনের প্রতিনিধি রফিকুল ইসলাম রানা, ভোরের দর্পণের জাকির হোসেন, বিজয় টেলিভিশনের মোস্তফা কামাল, বাংলাদেশ টুডের  শাজাহান কবির, ইনকিলাবের আলামিন, দৈনিক জনতার হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মো. পিয়াল, আড়াইহাজার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র  সংগঠক মুনিয়া স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য  সাজ্জাদ হোসেন সেলিম, আজিম উদ্দিন, মোহাম্মদ আশিক, আমরা নারায়ণগঞ্জের সন্তানের সদস্য মো. হাবিবুর রহমান, যুগান্তরের প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত নিয়মিত যুগান্তর পাঠক মো. ইসমাইল হোসেনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম