Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: নিউইয়র্ক আ.লীগের সহ-সভাপতি আটক ৭

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম

অপারেশন ডেভিল হান্ট: নিউইয়র্ক আ.লীগের সহ-সভাপতি আটক ৭

পাবনায় অপারেশন ডেবিল হান্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রমাণিক বাচ্চুকে (৬৫) আটক করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

পুলিশ সুপার জানান, বাচ্চুর বিরুদ্ধে নাশকতার মদতের অভিযোগ রয়েছে। তিনি জাতীয় পার্টি করতেন। নব্বইয়ে এরশাদের পতন হলে তিনি রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে আওয়ামী লীগে যোগদান করেন। পাবনা ও যুক্তরাষ্ট্রে তার হোটেল ব্যবসা রয়েছে।

গ্রেফতার অন্যরা হলেন— পাবনা শহরের আটুয়া মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা বৈরাম খাঁর ছেলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান (২৮), শহরের তৃপ্তিনিলয় এলাকার মৃত আব্দুল অজিজের ছেলে মো. অপূর্ব ওরফে অপু (২২), পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও চাটমোহর উপজেলার ছোটশালিকা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. হেলালউদ্দিন (৫১), একই উপজেলার চরসেন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. শাহাদত হোসেন (৪৩), সাঁথিয়া উপজেলার গোপীনাথ পুরের মৃত নায়েব ব্যাপারীর ছেলে মো. হামিদ ব্যাপারী (৫৫), সুজানগর উপজেলার রাইশিমুল গ্রামের হোসেন আলীর ছেলে মো. আজাহার আলী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম