Logo
Logo
×

সারাদেশ

বাকি টাকার জন্য যুবককে কুপিয়ে হত্যা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম

বাকি টাকার জন্য যুবককে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে নাফিজ কামাল (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম নামে এক দোকানির বিরুদ্ধে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আটঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আটঘরিয়া বাজারে মুদি দোকানি জাহিদুলের দোকানে বাকিতে মালামাল কিনতেন রস্তমপুর বাজারের ভুষি মাল ব্যবসায়ী নাফিজ। এতে নাফিজের প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে থাকে জাহিদুলের দোকানে। সোমবার সকালে জাহিদুল কয়েকজন লোক নিয়ে নাফিজের দোকানে গিয়ে পাওনা টাকা চান। এতে টাকা না পেয়ে নাফিজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান জাহিদুল ও তার লোকজন। 

ওইদিন রাতে জাহিদুলের দোকানের সামনে নাফিজকে দেখতে পেয়ে বাকির টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে বের হয়ে জাহিদুল ও তার লোকজন নাফিজের ওপর চড়াও হয় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। 

আশঙ্কাজনক নাফিজকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাকির টাকাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর পেছনে অন্য কোন কারণ বা আর কেউ জড়িত আছে কিনা; তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম