Logo
Logo
×

সারাদেশ

ডেভিল হান্টে কুড়িগ্রামে গ্রেফতার ১২

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

ডেভিল হান্টে কুড়িগ্রামে গ্রেফতার ১২

কুড়িগ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আব্দুল বাতেন (৬২), শহিদ আলী (৪১), নাজমুল হুমা রানু (৩৭), রহিম বাদসা রানা,  জাহেদুল ইসলাম (৩৬), লুৎফর রহমান (৩৪), রেজাউল করিম খুশু (৪৮), জাকারিয়া সরকার শাহীন (৪৩), আলমগীর হোসেন আলম (২৯), মাইদুল ইসলাম (৪০) ও আলী (৩০)। গ্রেফতার হওয়া বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও পরিকল্পনাকারী। বিভিন্ন মামলার জেরে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে তোলা হলে বিচারক সকলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম