Logo
Logo
×

সারাদেশ

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ এএম

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানের চাপায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

সোমবার গভীর রাতে উপজেলার বাউশিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাউশিয়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মো. সজিব (২২) ও পোড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে মো. নাঈম মৃধা (২১)।

স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ভবেরচর যাচ্ছিল। তারা বাউশিয়া এলাকার ওয়াটার পার্কের ইউটার্নে আসলে কুমিল্লা থেকে ছেড়ে আশা অজ্ঞাত যান মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় অপর একটি গাড়ি তাদেকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুত্বর আহত হন ওই তিন বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রাত পৌনে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে রোগীকে সেখানে আনা হয়। এর মধ্যে আশঙ্কাজনক দুজনকে ঢাকায় রেফার্ড করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সওকত হোসেন জানান বলেন, দুর্ঘটনায় হতাহতের খবর শুনেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম