Logo
Logo
×

সারাদেশ

দরিদ্র জনগোষ্ঠীকে মূলস্রোতে আনাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত: শিমুল বিশ্বাস

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

দরিদ্র জনগোষ্ঠীকে মূলস্রোতে আনাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত: শিমুল বিশ্বাস

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের জনগণের মূলস্রোতে ফিরিয়ে আনাই রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। 

তিনি দলীয় নেতাকর্মীদের গ্রুপিং, হানাহানি এবং হিংসাত্মক পথ ভুলে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান। তিনি সোমবার দুপুরে এবি ট্রাস্টের উদ্যোগে একশ পুঙ্গ ও বিকলাঙ্গ মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে দেওয়া সভাপতির বক্তব্যে এ কথা বলেন। 

এবি ট্রাস্টের ব্যবস্থাপনায় ও কাতার চ্যারিটেবলের সহযোগিতায় পুঙ্গ বাস, ট্রাক, রিকশা শ্রমিকসহ ১০০ জনের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

এবি ট্রাস্টের নির্বাহী সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম