Logo
Logo
×

সারাদেশ

দেবরকে নিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যার নেপথ্যে...

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

দেবরকে নিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যার নেপথ্যে...

বড়লেখায় পরকীয়ার জেরে রোববার রাতে দেবর ঝন্টু লাল বিশ্বাসকে (২৫) নিয়ে ঘুমন্ত অবস্থায় গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে স্বামী উজ্জ্বল বিশ্বাসকে (৩০) হত্যা করেছে স্ত্রী দীপনা রাণী বিশ্বাস (১৯)।

সোমবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ সময় নিহতের স্ত্রী ও ছোটভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত উজ্জ্বল বিশ্বাস পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে।

লোমহর্ষক ঘটনাটির খবর পেয়ে সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী দীপনা রাণী বিশ্বাসের সঙ্গে তার ছোটভাই ঝন্টু বিশ্বাসের পরকীয়া চলছিল। সম্প্রতি বিষয়টি জেনে ফেলেন তার স্বামী উজ্জ্বল বিশ্বাস। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও মনোমালিন্য চলছিল। একপর্যায়ে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে স্ত্রী দীপনা বিশ্বাস ও ছোটভাই ঝন্টু লাল বিশ্বাস।

পরিকল্পনা অনুযায়ী দেবর-ভাবি মিলে রোববার রাত ২টা থেকে ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় উজ্জ্বল বিশ্বাসের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশে রাস্তার কিনারে ফেলে দেয়। রাতেই দীপনা ও ঝন্টু স্বজনদের সঙ্গে উজ্জ্বল বিশ্বাসকে খোঁজাখুঁজি শুরু করেন। সকালের দিকে বাড়ির অনতি দূরে রাস্তার পাশে উজ্জ্বলের লাশ পড়ে থাকতে দেখা যায়।

স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত্যু ঘটেছে। এরপর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে সুরতহালে গলায় আঘাতের চিহ্ন পায় পুলিশ। এরপর স্ত্রী ও ছোট ভাইয়ের সন্দেহজনক আচরণে পুলিশ তাদের আটক ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সন্দেহ হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় পুলিশ দীপনা ও ঝন্টু বিশ্বাসকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা উজ্জ্বল বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে নিহত উজ্জ্বলের বাবা সুবোধ বিশ্বাস থানায় হত্যা মামলা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম